সারাদেশের খবর

গলাচিপায় সংখ্যালঘু সম্প্রদায়ের কোটি টাকার সম্পদ প্রভাবশালীদের দখলে

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২৩ , ৫:২৭:৩৯ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।পটুয়াখালী জেলার গলাচিপায় সংখ্যালঘুদের কোটি টাকার সম্পত্তি প্রভাবশালীরা দখল করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলখালী স্লুইজ গেটের উত্তর পশ্চিম পাশে।শুক্রবার (৩১ মার্চ) বিকালে ঘটনাস্থল ঘুরে ভুক্তভোগী পরিবার এ অভিযোগ করেন।সংখ্যালঘু বিপেন বিহারী চক্রবর্তী ও নিশিকান্ত চক্রবর্তীর ছেলের ঘরের একমাত্র নাতি পঙ্কজ গাঙ্গুলী জানান,আমাদের পূর্ব পুরুষ জমিদার বংশের লোক। ১৯৪৮ সনের পর থেকে জমিদারী প্রথা চলে যাওয়ার পরে পাকিস্তান-ভারত বিভক্তির সময়ে অনেক হিন্দু সম্প্রদায়ের লোক এ দেশ ছেড়ে ভারতে চলে যান।

এ সময় আমার পূর্ব পুরুষরাও তাদের সাথে ভারতে চলে যান।আমাদের পরিবার এদেশের মায়ায় এদেশেই থেকে যায়। কিন্তু আমাদের পৈত্রিক ও রেকর্ডীয় সম্পত্তিগুলো এদেশের প্রভাবশালীরা তখন দখলে নিয়ে নেয়।

আমাদের জমির মৌজা ফুলখালী, জে.এল নং- ৪৮, খতিয়ান নং- ২৫০, ২৫১, ২৫২, ২৫৩, ২৫৪, ২৫৫, ২৫৬, ২৫৭, ২৫৮, দাগ নং- ২৯৮, ২৯৭ সহ আরো দাগ আছে। এতে জমির পরিমান ৫২ শতাংশ।

দেশ স্বাধীন হলেও আমাদের জায়গা প্রভাবশালীদের কাছ থেকে এখনও নিতে পারি নি।দেশ স্বাধীন হয়েছে,ভেবেছি এখন মুক্ত মনে নিজ দেশে থাকতে পারব।কিন্তু আমাদের জমি দখলে রাখা প্রভাবশালীদের কাছে আমাদের জমি ফেরত চাহিলে তারা আমাদের জমি ফেরত দেয় না।

এ ঘটনার প্রতিবাদ করলে তারা প্রকাশ্যে আমাদের বসতঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়াসহ ভারতে চলে যাওয়ার হুমকি দিয়ে আসছে।স্থানীয়দের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে বর্তমানে আতঙ্কে জীবন-যাপন করছি।

এব্যাপারে ডাকুয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সরক্ষিত আসনের মহিলা মেম্বর সালমা আক্তার বলেন,পঙ্কজ গাঙ্গুলীর পূর্ব পুরুষ জমিদার ছিলেন।আমাদের বাব-দাদারা তাদের প্রজা ছিলেন।তাদের সম্পত্তি বিএনপি-জামায়াতের লোকজন অবৈধভাবে দখল করেছে।তারা তাদের জমির কাছে গেলে প্রভাবশালীরা তাদের শেষ সম্বল বসতঘরটিও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়াসহ ভারতে চলে যাওয়ার হুমকি দিচ্ছে।

এবিষয়ে ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন,ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিলে দু’পক্ষকে ডেকে বিষয়টি খতিয়ে দেখে নিষ্পত্তির ব্যবস্থা করব।

আরও খবর

Sponsered content