প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৫ , ১০:১৮:৩২ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইন্দোনেশিয়ায় এক বছর আগে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আনা অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।দেশটির রাজধানী জাকার্তাসহ একাধিক বড় শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।

প্রথমে সংস্কার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও অভিযোগ উঠেছে,বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। দুর্নীতি,মূল্যস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ আবারও আন্দোলনে ঝুঁকেছে।
প্রতিবাদকারীদের দাবি— “যে সরকার জনগণ নিজেরাই বসিয়েছিল, সেই সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে ব্যর্থ হয়েছে।” ফলে এবার তারা নতুন রাজনৈতিক কাঠামো ও স্থায়ী গণতান্ত্রিক শাসনব্যবস্থার দাবিতে রাস্তায় নেমেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,ইন্দোনেশিয়ার এ আন্দোলন প্রমাণ করছে যে জনগণের আস্থা ধরে রাখা যে কোনো সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।পরিস্থিতি কী দিকে যায়,তা এখন সেদেশের রাজনৈতিক নেতৃত্ব ও সেনাবাহিনীর ভূমিকার ওপর নির্ভর করছে।













