শিক্ষা

খুনী আশিকুল ইসলাম বিটুর ক্লাসে ফেরার ঘটনায় একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন-সাধারণ শিক্ষার্থীরা

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ৪:২৭:৫৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুর ক্লাসে ফেরার ঘটনায় একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন তারা।বুয়েট অডিটরিয়ামের সামনে জড়ো হয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন,আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত শিক্ষার্থী ক্লাসে ফেরার ঘটনায় বুয়েট প্রশাসনের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ আসেনি।ফলে শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছে।

আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী কয়েক ঘণ্টা ধরে বেধড়ক পেটায়।এর ফলে সেখানেই তার মৃত্যু হয়। হলের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ঘটনায় সংশ্লিষ্টদের মুখ। এই হত্যাকাণ্ডের পর উত্তাল হয়ে ওঠে বুয়েট,ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষাঙ্গন।শিক্ষার্থীদের আন্দোলনের জেরে শেষ পর্যন্ত ছাত্র রাজনীতিও নিষিদ্ধ হয় বুয়েটে।

আরও খবর

Sponsered content