প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৯:১৮:৫৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার দুপুর ১২টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।একই সঙ্গে তিনি জানান,খালেদা জিয়ার জানাজা উপলক্ষে আগামী বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রধান উপদেষ্টা তার ভাষণে সবাইকে শান্ত থাকার পাশাপাশি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।তিনি বলেন,শোকের এই সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সৌহার্দ্য বজায় রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক থাকবে।
খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।রাষ্ট্রীয়ভাবে মরহুম নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি চলছে।
















