খেলাধুলা

কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয়,কোনো বাজে মন্তব্য করা হয়,তাহলে সব ফাঁস করে দেবো-আঁখি

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ৬:০১:৩৮ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।চলতি বছরের মে মাসে বাফুফের ক্যাম্প ছেড়ে চলে যান নারী ফুটবলার আঁখি খাতুন।ক্যাম্প ছেড়ে বিয়ে করে চীনের সাংহাইয়ে চলে গেছেন সাফজয়ী এই ফুটবলার।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, মায়ের অসুস্থতার কথা বলে ক্যাম্প ছেড়েছেন আঁখি।মিথ্যা বলে ক্যাম্প ছেড়েছে এই ডিফেন্ডার।

তবে বাফুফেকে জানিয়ে সবকিছু করেছেন বলে দাবি করেছেন আঁখি।দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আঁখি বলেন,আমি মিথ্যা বলে ক্যাম্প ছাড়িনি।যদি মিথ্যা বলে চলে আসি তাহলে বাফুফে ক্যাম্পের শৃঙ্খলা বলতে তো কিছু নেই। আমি চলে এলাম অফিসিয়ালদের কাছে কোনো খবর থাকবে না?তারা দুনিয়াতে আছেন,নাকি অন্য জগতে?

ক্ষুদ্ধ হয়ে এই নারী ফুটবলার আরও বলেন,যদি আমার নামে কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয়,কোনো বাজে মন্তব্য করা হয়,তাহলে সব ফাঁস করে দেবো।ক্যাম্পে কি হয়েছে,না হয়েছে সবার সামনে ফাঁস করবো।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares