প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৩:১৯:০৫ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।কানাডায় খালিস্তান নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত জড়িত থাকতে পারে,এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।এরপরই কানাডায় নিযুক্ত ভারতীয় পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধান পবন কুমার রাই’কে বহিষ্কারের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি।

সোমবার হাউজ অব কমন্সে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন,আমাদের জাতীয় নিরাপত্তা সংস্থা মনে করছে, নিজ্জারকে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাই হত্যা করেছে।কানাডার গোয়েন্দারা নিজ্জারের মৃত্যু ও ভারতের মধ্যে একটি ‘বিশ্বাসযোগ্য’ যোগসূত্র শনাক্ত করেছে।দেশের মাটিতে একজন কানাডার নাগরিককে হত্যার সঙ্গে বিদেশি সরকারের যেকোনও সম্পৃক্ততা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন,যা পুরোপুরি অগ্রহণযোগ্য।’
এর ঘণ্টাখানেক পর মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ট্রুডোর অভিযোগকে ‘অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে দিল্লি।
মোদি সরকার জানিয়েছে,আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কানাডার কূটনীতিকদের হস্তক্ষেপ ও ভারতবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় দেশটির একজন জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করেছে দিল্লি।
তাকে দেশ ছাড়তে আগামী পাঁচ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।পাল্টাপাল্টি কূটনীতিককে বহিষ্কারে দুই দেশের সম্পর্ক চরম অবনতিতে পৌঁছেছে।
কানাডায় গত ১৮ জুন দুজন আততায়ীর গুলিতে খালিস্তানপন্থি নেতা নিজ্জার নিহতের বিষয়টি বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককেও অবহিত করেছেন ট্রুডো।
উল্লেখ্য,কানাডায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সের’ (কেটিএফ) প্রধান হারদীপ সিং নিজ্জারকে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয়।ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যুষিত শিখদের ধর্মীয় উপাসনালয়ের পার্কিংয়ে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।দীর্ঘদিন হারদীপ সিংকে খুঁজছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা।তার মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিল ভারত সরকার।












