সারাদেশের খবর

কলাপাড়ায় ধান ক্ষেত থেকে এক কিশোরীর লাশ উদ্ধার

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২২ , ১২:৪২:১৮ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় ধান ক্ষেত থেকে মোসা.সাকিবুন নাহার (১৬)নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মৃত কিশোরী ওই গ্রামের ইমাম হোসেন মাঝির মেয়ে বলে জানা গেছে।

মহিপুর থানার ওসি খোন্দকার মো.আবুল খায়ের সাংবাদিকদের জানান, ঘটনা শুনে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠনো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরও খবর

Sponsered content