প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২২ , ১০:৩৭:২১ প্রিন্ট সংস্করণ
মাজহারুল ইসলাম।।”কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র-শান্তি-শৃঙ্খলা সর্বত্র”এই শ্লোগানকে সামনে রেখে আগামী ২৯ অক্টোবর ২০২২ সারাদেশব্যাপী একযোগে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন।

উক্ত কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপনকে অধিকতর সুন্দর, সাফল্যমন্ডিত ও ফলপ্রসূ করার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করে আসছে।
এরধারাবাহিকতায় দুইদিনব্যাপী বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)সদরদপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “একমাত্র কমিউনিটি পুলিশিংই হলো সকল অপরাধ নিয়ন্ত্রণের মূল চালিকাশক্তি” ও “দেশের সার্বিক উন্নয়নে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং একমাত্র উপায়” শীর্ষক পৃথক বিষয়ে চলমান বিতর্ক প্রতিযোগীতার আজ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক প্যানেলের সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার( সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন।
প্রতিযোগিতায় অংশগ্রহন করেন,কোতোয়ালি মডেল থানা, বন্দর থানা,কাউনিয়া থানা এবং এয়ারপোর্ট থানার অফিসারবৃন্দ।
উল্লেখ্য প্রতিযোগিতায় শীর্ষ স্থান অধিকারীদের মধ্যে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপনের দিন পুরস্কার বিতরণ করা হবে।
এ-সময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিএসবি)রুনা লায়লা,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস/প্রসিকিউশন)রাসেল, পিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনার(সাপ্লাই)শারমিন সুলতানা রাখী,সহকারী পুলিশ কমিশনার(প্রসিকিউশন-লজিস্টিকস)ত ম রোকনুজ্জামান সহ সংশ্লিষ্ট প্রতিযোগী গন।

















