সারাদেশ

এ্যাডভোকেট এম হেলাল উদ্দীন এর তৃপ্তি কেবল মানুষের ভালোবাসাতেই

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৪ , ৯:৫২:২০ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।লোভ মোহ পেছনে ফেলে চরম প্রতিকূল পরিস্থিতিতেও টানা ১০-১২ বছরেরও বেশি সময় ধরে মানবতার সেবায় নিজেকে উজাড় করে দিয়ে যাচ্ছেন বিএনপি নেতা এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন।বিপন্ন সময়েও তার মানবিকতায় বেঁচে থাকার নতুন দিশা পেয়েছেন হিজলা-মেহেন্দিগঞ্জের বিপন্ন মানুষগুলো।শত প্রতিকূলতা ডিঙ্গিয়ে তিনি কাজ করে চলেছেন।এসবের মাঝে তার তৃপ্তি কেবল মানুষের ভালোবাসাতেই।নিপীড়িত মানুষকে তিনি বুকে টানেন।দিন দিন এলাকায় সুনাম কুড়িয়ে যাচ্ছেন।

মানব সেবার ধারাবাহিকতায় নিজের ঐকান্তিক প্রচেষ্টায় শুক্রবার (১২ জুলাই) সকাল ৭ টায় কোলচরী এতিমখানা হাফেজি মাদ্রাসায় ছাত্রদের ছুটির ঘন্টা (বেল) এবং সাপ্তাহিক জলসার কোরআন হাদিস এর আলোচনা মঞ্চ (টেবিল) বিতরণ করেন।

এদিন সকাল ১০ টায় উলানিয়া উত্তর ইউনিয়নে হতদরিদ্র রিক্সা চালক এবং জেলেদের মাঝে রেইনকোট ও টি শার্ট বিতরণ করেন তিনি।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কর্মী জামাল উদ্দিন হাওলাদার।উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ফারুক খান, মাওলানা মোহাম্মদ লুতফুল্লাহ,ওয়াসিম রানা,জাফর তালুকদার,হারুনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

প্রতিক্রিয়ায এম হেলাল উদ্দিন বলেন,দুই উপজেলার মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই,যতদিন বেঁচে থাকবো ততদিন মানবতার সেবায় বেঁচে থাকতে চাই,সেবায় আমার প্রতিজ্ঞা।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ১৯ দফা নীতির আলোকে তিনি নবী সঃ এর দেখানো পথ অনুসরনের চেষ্টা করেন বলে দাবী করেন।

আরও খবর

Sponsered content