শিক্ষা

এসএসসি সিলেবাস সংক্ষিপ্ত করার দাবি বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৪ , ২:০১:৫৭ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি॥এসএসসি পরীক্ষা ২০২৫ এর সংক্ষিপ্ত সিলেবাস করার দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।এসময় শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপিও প্রদান করে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১২ টায় নগরীর কাশিপুরস্থ বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে এসএসসি ২৫ পরিক্ষার্থীর ব্যাণারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এর আগে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীর নথুল্লাবাদ এলাকায় জড়ো হয়,সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গেলে গেটে দায়িত্বরত আনসার সদস্যরা গেট বন্ধ করে দেয় এতে ক্ষুদ্ধ হয়ে শিক্ষার্থীরা বোর্ডের সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করে।ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কের দুপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।এতে করে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা।পরে বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে অন্তবর্তীকালীন শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রেরণ করার পরে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়,দেশের রাজনৈতিক প্রেক্ষাপট,করোনা ভাইরাস,প্রাকৃতিক দুর্যোগ বন্যা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ঘটনা মোকাবেলা করে সর্ম্পূণ সিলেবাস পরীক্ষার প্রস্ততি নেয়া সম্ভব হচ্ছে না।

এসময় শিক্ষার্থীরা জানান,আমরা ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত দুইটা বছর গেছে করোনায়; আর পরে এক বছর আবার ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ক্লাস তেমন হয়নি।এছাড়া ৯ম শ্রেণীতে যখন আমরা পরি তখন জাতীয় নির্বাচনের কারনে আমাদের দুই মাস পড়াশুনার ক্ষতি হয়েছে।আর এখন ১০ শ্রেণীর প্রথমেই শুরু হয়েছে কোটা আন্দোলন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,বন্যা।আমাদের হাতে মাত্র ৪ মাস বাকি আছে এ অল্প কয়দিনে আমাদের সিলেবাস শেষ করা সম্ভব না; এতে করে ভালো রেজাল্টও সম্ভব নয়।বর্তমান দেশের পরিস্থিতির আলোকে সকল শিক্ষার্থীর পড়া লেখায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা ব্যহত হওয়ায় সকল বোর্ডে সংক্ষিপ্ত সিলেবাস এবং ৫০ নম্বরে পরীক্ষা নিতে যৌক্তিক দাবি জানান শিক্ষার্থীরা।

এসময় তারা জানান,আমরা বর্তমান অন্তবর্তীকালীন শিক্ষা উপদেষ্টার কাছে সংক্ষিপ্ত সিলেবাস এবং ৫০ নাম্বরে পরীক্ষা নেওয়ার দাবী জানাচ্ছি।আর তাই আজ বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে অন্তবর্তীকালীন শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রেরণ করেছি।

মানবন্ধন কর্মসূচিতে বরিশাল জিলা স্কুল,উদয়ন মাধ্যমিক বিদ্যালয়,অক্সফোর্ড মিশন মাধ্যামিক বিদ্যালয়,ব্রজমোহন মাধ্যমিক বিদ্যালয়,নুরিয়া স্কুল, টাউন মাধ্যমিক বিদ্যালয়আছমত আলী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content