আন্তর্জাতিক

এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ রুপি জরিমানা

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৩ , ১:০৯:১৯ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ফ্লাইটে অসদাচরণকারী যাত্রীকে নিয়ন্ত্রণ না করার জন্য ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে এয়ার ইন্ডিয়াকে।নভেম্বরে নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এই সংস্থার একটি ফ্লাইটে শংকর মিশ্র নামে এক মদ্যপ যাত্রী ৭০ বছর বয়সী একজন নারীর পোশাকে,শরীরে মূত্রত্যাগ করে। এ ঘটনায় এয়ার ইন্ডিয়া সুবিচার করেনি।তারা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই ফ্লাইটের সংশ্লিষ্ট পাইলট-ইন কমান্ডের লাইসেন্স তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শুক্রবার এ ঘোষণা দিয়ে বলেছে,এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর ইন ফ্লাইট সার্ভিসের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ৩০ লাখ রুপি।উল্লেখ্য,এয়ার ইন্ডিয়ার মালিক ভারতের বিখ্যাত টাটা গ্রুপ।তাদের মালিকানাধীন বিমানের একটি ফ্লাইটে ২৬শে নভেম্বর ঘটে ওই ন্যক্কারজনক ঘটনা।

শুক্রবার এয়ার ইন্ডিয়া বলেছে,তারা এ বিষয়ে নিয়ন্ত্রকদের নির্দেশকে স্টাডি করছে।তারা স্বীকার করেছে বিষয়টিতে রিপোর্ট করতে নিজেদের আভ্যন্তরীণ গ্যাপ ছিল। ব্যবস্থা গ্রহণেই ঘাটতি ছিল

আরও খবর

Sponsered content