আন্তর্জাতিক

ইইউর কাছে আবেগঘন বার্তায় জোটটির সদস্য হওয়ার আবেদন জানিয়েছেন-জেলেনেস্কি

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:৪৪:৪৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোয় যোগ দেওয়ার জন্য অনেক আগে থেকেই মরিয়া ইউক্রেন।ইইউ যেন ইউক্রেনের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল।জোটটির সদস্য হলে আর কোনো ভয় থাকবে না ইউক্রেনের।বৃহস্পতিবার ব্রাসেলসের ইউরোপীয় পার্লামেন্টের সম্মেলনে এমনটাই বললেন জেলেনস্কি।খবর সিএনএনের।

ইইউর কাছে আবেগঘন বার্তায় জোটটির সদস্য হওয়ার আবেদন জানিয়েছেন জেলেনেস্কি।ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেন,এটি আমাদের ইউরোপ। এখানকার নিয়মগুলোও আমাদের।

এভাবে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের জন্য তীব্র ইচ্ছা প্রকাশ করেন জেলেনস্কি।তিনি আরও বলেন,ইউক্রেনের মূল্যবোধের সঙ্গে ইউরোপিয়ান ইউক্রেনের দেশগুলোর মিল আছে, রাশিয়ার কোনো মিল নেই।

এ সময় জেলেনস্কি ঘরে ফিরতে চেয়ে আরজি করেন। ইউরোপীয় ইউনিয়নকে ‘নীড়’ হিসেবে উল্লেখ করে জেলেনস্কি বলেন,ইউক্রেন নীড়ে ফিরে যেতে চায়।

আরও খবর

Sponsered content