প্রতিনিধি ২ নভেম্বর ২০২৫ , ৪:২৪:০৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে।এ ধাপে মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।এর মধ্যে স্কুলের দুই লাখ ৮৯ হাজার ২০৪ জন ও কলেজের ৮৬ হাজার ৪৮৫ শিক্ষক-কর্মচারী।স্কুল সাপ্লাই

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,১৯ হাজার ৮২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ২০৩ ও কলেজ-২ হাজার ৬২২) মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত।ফলে অক্টোবর মাসের ১ম ধাপের বেতন-ভাতা ইএফটি বাবদ মোট ১ হাজার ৫৪ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ১৭০ টাকা হিসাব বিবরণী ইএমআইএস সেল থেকে পাওয়া গেছে।এর মধ্যে রয়েছে মূল বেতন,বাড়িভাড়া ভাতা,চিকিৎসা ভাতা,বিশেষ সুবিধা।
এর আগে চলতি অক্টোবর মাসের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল আগামী ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে সাবমিট করার নির্দেশনা দেয়া হয়।বলা হয়, ইএমআইএস সেলে বিল সাবমিট করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের।শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
সেই নির্দেশনায় আরো বলা হয়,ভুল তথ্যের কারণে এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না হলে তার দ্বায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।চিঠিতে বলা হয়েছে,অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা ১ জানুয়ারি থেকে ইএফটিতে দেয়া হচ্ছে এবং জুলাই-২০২৫ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে।











