প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ৬:২২:৪৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা দোকান পরিচালনা,সাংবাদিকতা, মসজিদের ইমামতিসহ ১১টি পেশায় যুক্ত হতে পারবেন না। গত রোববার মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে এ সংক্রান্ত নির্দেশনা উপজেলার সব স্কুল-কলেজে পাঠানো হয়েছে।

চিঠির সত্যতা নিশ্চিত করে কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানিয়েছেন,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ১১টি পেশা উল্লেখ করে আমাদের একটি চিঠি পাঠানো হয়েছে।এই চিঠির বিষয়টি আমরা নোটিশ আকারে স্কুল-কলেজগুলোতে পাঠিয়েছি। নির্দেশনা অমান্য করলে এমপিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।
নির্দেশনায় জানানো হয়েছে,বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর আলোকে এমপিওভুক্ত শিক্ষকরা একটি সম্মানজনক ও পূর্ণকালীন রাষ্ট্রীয় আর্থিক সুবিধাপ্রাপ্ত পেশায় নিযুক্ত।এমতাবস্থায় তাদের পেশাগত দায়িত্ব ও সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষকতার পাশাপশি কোন অতিরিক্ত লাভজনক পেশায় সম্পৃক্ত হওয়া নীতিগতভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
নিষিদ্ধ ও সীমাবদ্ধ পেশাগুলো হলো-বানিজ্যিক ভিত্তিতে পরিচালিত সাংবাদিকতা,আইন পেশা,কোচিং সেন্টার পরিচালনা বা এতে শিক্ষকতা,প্রাইভেট বা কেজি স্কুল পরিচালনা,শিক্ষাবিষয়ক প্রকাশনা বা পাবলিকেশন্স বানিজ্যে অংশ নেয়া,হজ্ব এজেন্ট বা এর মার্কেটিং কার্যক্রম, বিয়ের কাজী বা ঘটকালী পেশা,টং দোকান বা ক্ষুদ্র ব্যবসা, ঠিকাদারি বা নির্মাণ ব্যবসা,শিক্ষকতার সময়কে প্রভাবিত করে এমন মসজিদের পূর্ণকালীন ইমামত বা খতিবের দায়িত্ব পালন এবং রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ সহকারী বা চাটুকার হিসেবে নিয়োজিত থাকতে পারবেন না।স্কুল সাপ্লাই
নির্দেশনায় আরো বলা হয়,কোনো শিক্ষক যদি স্বেচ্ছাশ্রমে ধর্মীয় বা সামাজিক কাজে যুক্ত থাকেন তা অবশ্যই নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে যাতে মূল পেশাগত দায়িত্বে কোনে ব্যাঘাত না ঘটে।














