বিনোদন

এবারের হাটে বেশ কয়েকটি গরুর নাম ডিপজল!

  প্রতিনিধি ১৭ জুন ২০২৪ , ৩:৫৪:৪২ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ঈদুল আজহায় গরুর হাটে তারকাদের নামে গরুর নাম করণের প্রচলন বেশ কয়েক বছর ধরে শুরু হয়েছে।যেমন—শাকিব খান,ডিপজল ও জায়েদ খান।তাদের নামেই বেশি কুরবানির গরুর নামকরণ করতে দেখা যায়। যা নিয়ে বেশ হইচই হয়েছে।

এ বিষয়ে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বলেন,এটা তো আসলে ভক্তরা পছন্দ করে রাখেন।এটা লইয়া কোনো কিছু বলার নাই।ভালোবাসা থেকেই তো নাম দেয়।শুধু আমাগোই না,শাহরুখ,সালমান খানের নামও তো রাখে। ভালোবেসে ভক্তরা অনেক কিছুই করে।এগুলো সবই ভক্তগোর ভালোবাসা।’‌

তবে এবারের হাটে বেশ কয়েকটি গরুর নাম রাখা হয়েছিল ডিপজল।আবার একই গরুর দুটি নাম দেওয়া হয়েছিল।প্রথমে শাকিব খান রাখা হয়।গরুর মালিক জানান,যদি দিন শেষে বিক্রি না হয়,তাহলে হয়তো ডিপজল নাম দিয়ে হয়তো বিক্রি করবেন।

আরও খবর

Sponsered content