প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ৩:১৩:২৮ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।এখন থেকে এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন ভারতের সিকিমের সরকারি কর্মচারীরা।নারীদের পাশাপাশি ছুটি পাবেন পুরুষ কর্মীরাও।তবে পিতৃত্বকালীন ছুটির মেয়াদ থাকছে এক মাস।

বুধবার (২৬ জুলাই) সিকিম স্টেট সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং।
ছুটির সিদ্ধান্ত ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান,সরকারি কর্মচারীরা যাতে তাদের সন্তান এবং পরিবারের সঠিক পরিচর্যা করতে পারেন,সেই কারণেই সরকারের এই পদক্ষেপ।সিকিম রাজ্য প্রশাসন জানিয়েছে,শিগগিরই সরকারি কর্মচারীদের জন্য তৈরি বিধিতে এ সংক্রান্ত পরিবর্তন আসতে যাচ্ছে।
১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা সংক্রান্ত আইনে, সেখানে নারী কর্মীদের ৬ মাস কিংবা ২৬ সপ্তাহের সবেতন ছুটি দেয়ার কথা বলা হয়েছে।
হিমালয়ের কোলে অবস্থিত ছোট রাজ্য সিকিমের জনসংখ্যা মাত্র ৬ লাখ ৩২ হাজার।রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা সিকিমেই।
বুধবারের অনুষ্ঠানে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী তামাং বলেন,সরকারি কর্মীরা রাজ্য প্রশাসনের মেরুদণ্ড।রাজ্য এবং রাজ্যবাসীর উন্নয়নে তাদের ভূমিকা অপরিসীম।
এ সময় সরকারি কর্মচারীদের পদোন্নতির প্রক্রিয়া আরও সহজ করার আশ্বাসও দেন তিনি।












