আন্তর্জাতিক

ইসরায়েল-ইরান যুদ্ধের অবসান চায়-জর্ডান

  প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ৪:৫৫:৩১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইসরায়েল-ইরান সংঘাতকে বৈশ্বিক হুমকি আখ্যা দিয়ে এই সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ।

ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে এ আহ্বান জানান বলে মঙ্গলবার (১৭ জুন) প্রতিবেদনে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বাদশাহ আবদুল্লাহ বলেন,ইসরায়েল যখন তাদের হামলার পরিসর ইরান পর্যন্ত বিস্তৃত করেছে, ্তখন বলা কঠিন এই যুদ্ধক্ষেত্রের সীমা কোথায় গিয়ে থামবে—এটা বিশ্বের প্রতিটি মানুষের জন্যই হুমকি।’

তিনি আরও বলেন,এই সংঘাতের অবসান ঘটতেই হবে। যদি বিশ্ব এখন দৃঢ় পদক্ষেপ না নেয়,তবে তা ইসরায়েলের অপরাধে এক প্রকার সহায়তা করার নামান্তর হবে।’

আরও খবর

Sponsered content