প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ৬:১৪:০৭ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।তিনি বলেন,ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে যে হঠাৎ করে উত্তেজনা বেড়েছে,তা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, প্রেসিডেন্ট শি মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছেন।
‘ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র’ শি আরও বলেন,চীন অন্য কোনো দেশের সার্বভৌমত্ব,নিরাপত্তা কিংবা আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে।
সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়। বরং এটি আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তোলে,যা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী।
এই বক্তব্য তিনি দেন কাজাখস্তানের রাজধানী আস্তানায়, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে।সেখানে দ্বিতীয় ‘চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে’ অংশ নিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট শি আরও বলেন,সব পক্ষকে দ্রুত এই সংঘাত প্রশমনের উদ্যোগ নিতে হবে।চীন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত এবং সে লক্ষ্যে সকল পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী।
বিশ্লেষকরা মনে করছেন,চীনের এমন অবস্থান এই সংকটে তাদের কূটনৈতিক সক্রিয়তার একটি স্পষ্ট বার্তা,বিশেষ করে যখন পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে যুদ্ধের হাওয়া বইছে।
সূত্র: সিএনএন, সিনহুয়া

















