ইসলাম ও জীবন

ইভটিজিং নয়, রেসপেক্ট করে-সাদিয়া আফরিন

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ১১:৪৩:২২ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।এই দেখ দেখ মেয়েটা কতো সুন্দর ” দেখতে পুরাই হেব্বি।”স্কুলে যাচ্ছিলাম। মাত্র ক্লাস টেনে পা দিয়েছি। হঠাৎ পেছনে কতো গুলো ছেলে উপরোক্ত কথাটি বলেছে। আমি পেছনে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলাম। তাও ঠিক ছিলো। কিন্তু একই ঘটনা প্রতিদিন ঘটতে লাগলো। মাকে কিছুই বলতে সাহস কুলাচ্ছিলোনা। কারণ মা হয়তো টেনশন করবে আমায় নিয়ে।

” আজকে আবার স্কুলে যাচ্ছিলাম কিন্তু আজ ব্যতিক্রম ঘটেছে। আজ ছেলেগুলো রীতিমতো ইভটিজিং এর চেয়েও বেশি অসভ্যতামো আর বাজে আচরণ করেছে। কোনোরকমে বাসায় এসেছি। মা আমাকে মন মরা দেখে বললো,

“কি হয়েছে মা?

” কিছুনা মা।

“বলনা মা..

” এইবার আর না বলে পারলাম না। কেঁদে কেঁদে সবটা আম্মুকে বলেছি। কিন্তু কিছু করার নেই। থাকি চট্টগ্রামে ভাড়া, পারিবারিক ব্যবসার জন্য। স্থানীয় না বলে মুখ খুলতে ভয় পেয়েছি। মেয়ে মানুষ আমরা। ভয়তো থাকবেই। কিন্তু আমি আর পারছিলাম না। এরপর ভাবলাম না,এইবার কিছু করতে হবে। বোরকা পড়া শুরু করলাম এইসব উত্যক্ত থেকে বাঁচতে। আলহামদুলিল্লাহ.. এখন ইভটিজিং নয়, রেসপেক্ট করে।

আরও খবর

Sponsered content