অর্থনীতি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সব ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে ৬দিন বন্ধ থাকবে

  প্রতিনিধি ২৮ মে ২০২৫ , ৫:২৯:৫১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সব ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে ৬দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়,বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে আগামী ৯ জুন রাত ১২টা থেকে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৬দিন সব ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এই আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।অর্থাৎ ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং (শাখা, উপশাখা,এজেন্ট ব্যাংকিং আউটলেট,ডেবিট কার্ড,এটিএম অ্যান্ড সিআরএম সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং,সুইফট ইত্যাদি) কার্যক্রম ৬দিন সাময়িকভাবে বন্ধ থাকবে।

ব্যাংক কোম্পানি আইন,১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও খবর

Sponsered content