আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নেই-রাশিয়া

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৫০:৪৭ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে কোনো স্পেশাল ডায়ালগ (বিশেষ বৈঠক) নেই বলে জানিয়েছে রাশিয়া।দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ সোমবার এ তথ্য জানিয়েছেন।

ইয়েনি শাফাক জানিয়েছে,রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে সের্গেই রিয়াকভ বলেন,ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো ডায়ালগ নেই।’

তিনি বলেন,এ ইস্যুতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসের মধ্যে যোগাযোগ একেবারে সীমিত পর্যায়ের।

‘মাঝেমধ্যে বিশেষ ইস্যুতে ফোনে যোগাযোগ হয়,কিন্তু কোনো বৈঠক অথবা বিশেষ কোনো আলোচনা অনুষ্ঠিত হচ্ছে না,’ বলেন রিয়াকভ।

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসির সঙ্গে নিউ স্ট্র্যাটেজিক আর্মড রিডাক্টশন ট্রিটি (এসটিএআরটি) নিয়ে তার কথা হয়েছে। তবে সে আলোচনা সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।

প্রসঙ্গত,২০১০ সালে এসটিএআরটি চুক্তি করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।২০২১ সালে সেটি আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়।

আরও খবর

Sponsered content