আন্তর্জাতিক

ইউএসএআইডি সমস্ত সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মীকে ছুটিতে পাঠানোর নির্দেশ

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৫৬:১৯ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।কার্যক্রম স্থগিতের পর এবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রায় সমস্ত সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মীকে ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।আগামী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত থেকে তাদের ছুটিতে পাঠানো হবে।

এক বিজ্ঞপ্তিতে ইউএসএআইডি জানিয়েছে,মিশন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজ,মূল নেতৃত্ব এবং বিশেষভাবে মনোনীত কর্মসূচির কর্মীরা বাদে শুক্রবার থেকে সরাসরি নিয়োগপ্রাপ্ত সমস্ত কর্মীকে ছুটিতে পাঠানো হবে।

বিদেশে নিযুক্ত ইউএসএআইডি কর্মীদের ৩০ দিনের মধ্যে তাদের পোস্টিং থেকে প্রত্যাহার করা হবে বলে সংস্থাটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে।

কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী,ইউএসএআইডিতে ১০ হাজারেরও বেশি কর্মী কাজ করছে। ষএদের দুই-তৃতীয়াংশ বিদেশে অবস্থান করছে।

প্রসঙ্গত,প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত বৈশ্বিক সহায়তা ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে।এর প্রভাব এরই মধ্যে একাধিক দেশে অনুভূত হয়েছে। সংস্থাটি ১০০টিরও বেশি দেশে মানবিক সহায়তা সরবরাহ করে।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত ইউএসএআইডির বার্ষিক বাজেট প্রায় ৪০ বিলিয়ন ডলার।এটি মার্কিন ফেডারেল ব্যয়ের প্রায় ০.৬ শতাংশ।

আরও খবর

Sponsered content