সারাদেশ

আলীকদমে ৫টি বসতবাড়ি ও ৭ টি দোকান আগুনে পুড়ে ছাই

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২২ , ৮:৩৩:৩৪ প্রিন্ট সংস্করণ

0Shares

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি।। আলীকদম উপজেলার খুইল্যামিয়া পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি বসতঘর ও ৭টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর এই অগ্নিকান্ড হয়। ধারনা করা হচ্ছে বৈদুৎতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত। ফাইয়ার সার্বিসের ২টি ইউনিট ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় লোকজন ও ফাইয়ার সার্বিসের সাথে কথা বলে জানা গেছে ভোররাত আনুমানিক সাড়ে ৪টায় আগুনের সুত্রপাত হয়। আগুনে ৫টি বসতঘর ও ৭টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।

ফাইয়ার সার্বিসের সিনিয়র ফাইয়ার ফাইটার শাহাদাত হোসেন বলেন অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আলীকদম ও লামা উপজেলার ফাইয়ার সার্বিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।

খুইল্লামিয়া পাড়া সর্দার ফরিদুল আলম বলেন, আগুনে পুড়ে ৫টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়। তারা সবাই ভাড়াটিয়া ছিল। তাদের মধ্যে একটি প্রতিবন্ধি পরিবারও ছিল। অন্যদিকে ৭টি দোকান পুড়ে যায়। তারমধ্যে ৫টি ফর্ণিচার ও কাঠের দোকান ১টি মুদি দোকান এবং ১টি মেশিনারী মেরামতের দোকান ছিল।

সরজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে মোঃ আব্দু সোবাহান, কেশপ ধর, তুষার ধর, মোঃ হারুন এর কাঠের দোকান এবং মোঃ শাহ আলমের ফর্ণিচারের দোকান পুড়ে যায়। অন্যদিকে মহিউদ্দীনের মুদি দোকান এবং নজরুল ইসলামের মেশিনারী মেরামতের দোকান পুড়ে ছাই হয়। এই অগ্নিকান্ডে ৫টি ভাড়াবাসায় থাকা পরিবারের ক্ষয়ক্ষতি হয়ে তারা হচ্ছেন মোঃ শামসুল আলম, মোঃ নুরুল হক, ফারজানা আক্তার, সালাউদ্দীন এবং ছেনুয়ারা বেগম।

বাড়ির মালিক ছেনুয়ারা বেগম বলেন, আগুনের সুত্রপাত কোথা থেকে জানেন না, যখন আগুন দেখতে পান ততোক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুবা ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি পাঁচটি পরিবারকে শুকনো খাবার, চাল, ডাল, তেল এবং হাড়ি-পাতিল, বালতি,মগ বিতরণ করেন। এছাড়াও ক্ষতিগ্রস্থদের সরকারি সহযোগিতা করবেন বলে জানান।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাছির উদ্দীন সরকার অগ্নিকান্ডের স্থলে যান। তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পুলিশ সদস্যদের আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মালামাল রক্ষাসহ সার্বিক সহযোগিতার নির্দেশ দেন।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares