রাজনীতি

আমি এমপি-মন্ত্রী হওয়াটাকে গর্ব মনে করি না-ড. শাম্মী আহমেদ

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:২৫:১৭ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক(মেহেন্দিগঞ্জে’র কৃত্বিসন্তান) ড.শাম্মি আহমেদ বলেছেন,আমি এমপি-মন্ত্রী হওয়াটাকে গর্ব মনে করি না,বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছি সেটাকে গর্ব মনে করি,বাবার ন্যায় আমাদের পুরো পরিবার মেহেন্দিগঞ্জের মানুষের সুখে-দুখে পাশে থাকবে,আপনাদের ছেড়ে কখনও যায়নি এবং যাবো না।

বুধবার(২২ ফেব্রুয়ারি ২০২৩)বিকেল ৩ টায় স্থানীয় আওয়ামীলীগের কর্তৃক আয়োজিত জনসভায় একথা বলেন তিনি।লেঙ্গুটিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে মেহেন্দিগঞ্জের দক্ষিণাঞ্চলের ৪টি ইউনিয়ন(জাঙ্গালিয়া,চরগোপালপুর,আলীমাবাদ ও শ্রীপুর) আওয়ামীলীগ এর আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাম্মি আহমেদ,বক্তব্যের শুরুতেই উপস্থিত জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন,আমার কোন যোগ্যতা নয়,মহিউদ্দীন আহমেদ’র কন্যা হিসাবে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক’র পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না,সেই শিক্ষা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা আমাদের দিয়েছেন।বাবা বলেছিলেন আমার মৃত্যুর পর আমার বাসার দরজা যেন কখনও বন্ধ না হয়,বাবার সে কথা রেখেছি,বাবার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই।

শাম্মী আক্তার বলেন,বাবা এমপি থাকাকালীন মেহেন্দিগঞ্জে’র ৭৩টি স্কুল,কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠা করে গেছেন,বাবার কাছে দলমত ছিলোনা,বাবার প্রিয় সংগঠনের লোক মেহেন্দিগঞ্জে যখন অত্যাচার আর নির্যাতনের শিকার হয় তখন আমরা চুপ করে বসে থাকতে পারি নাই,মহিউদ্দীন আহমেদ এর পরিবারের একটি সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন আপনাদের পাশে এসে দাঁড়াবো।

তিনি আরও বলেন,দক্ষিণ পাড়ের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করাসহ মেয়াদ উর্ত্তীর্ণ ইউনিয়নে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন,বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের কথা তুলে ধরে স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।পিতৃ-সমতুল্য অভিভাবক বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর চাচার অনুমতি,দোয়া ও ভালোবাসা নিয়ে মেহেন্দিগঞ্জের জনসভায় এসেছি,উপস্থিত জনতার কাছে,কৃতজ্ঞতা প্রকাশ করেন দলীয় নেতাকর্মীরা সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জনসভা সফল করায়।

উক্ত জনসভায় সভাপতিত্ব করেন,জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুছ,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীদিনেও শেখ হাসিনার পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি,প্রয়াত সাংসদ মহিউদ্দিন আহমেদ এর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাম্মি আহমেদকে দোয়া ও সমর্থন দেওয়ার আহ্বান জানান উপস্থিত জনতাকে।

আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মুনসুর আহাম্মেদ।মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাব আহাম্মেদ,মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মাহফুজুল আলম লিটন,কাজিরহাট থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জিল্লুর রহমান,বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম,চরগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক সামসুল বারী মনির।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মকিম তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু,সহ-সভাপতি আবদুল জব্বার কানন,ইদ্রিস আলী বেপারী,ব্রজগোপাল দেবনাথ, যুগ্ন-সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,নুরুল ইসলাম জামাল মোল্লা,চেয়ারম্যান আমিরুল ইসলাম বেলাল মোল্লা,চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী,সাংগঠনিক সম্পাদক আঃ মোতালেব জাহাঙ্গীর,সিরাজ উদ্দীন আহমেদ,ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম,কাজী আব্দুল হালিম চৌধুরী মিলন,চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা,প্রবীন আওয়ামীলীগ নেতা মাষ্টার মমতাজুল হক মৃধা,জেলা পরিষদ এর সাবেক সদস্য শহীদ খান,চরগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম,আলীমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন দুলাল,শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান বেপারী,রুবেল কাজীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,পৌর কাউন্সিলর,আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়দের মতে দক্ষিণাঞ্চলে স্বরণকালের সবচেয়ে বড় জমায়েত হয়েছে এই জনসভায়।মহিউদ্দিন আহমেদ এর কন্যাকে স্বচোখে এক নজর দেখার জন্যই মানুষের ঢল নামে।

আরও খবর

Sponsered content