বিনোদন

আমার আর মৌসুমীর জীবনে ভালো একজন বন্ধু বাপ্পারাজ-ওমর সানি

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৩ , ৩:০১:৪৪ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।ওমর সানি লিখেছেন, ‘বাপ্পারাজ, আমার সাকসেস হওয়ার পেছনে যে কয়জন মানুষের অবদান আছে তার মধ্যে বেশ অন্যতম এই ভদ্র লোক।ভীষণ দুষ্টু,ভীষণ মার্জিত অসাধারণ শিল্পী এবং আমার আর মৌসুমীর জীবনে ভালো একজন বন্ধু। ’

জন্মদিনে নায়ক বাপ্পারাজকে শুভেচ্ছা জানিয়ে জীবনে তার অবদানের কথাও প্রকাশ করলেন আরেক নায়ক ওমর সানি। বললেন,তার সফলতার পেছনে যারা,তাদের একজন বাপ্পারাজও।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার দুপুরে বাপ্পারাজের আলাদা একটি ছবি ও স্ত্রী মৌসুমী ও তার সঙ্গে বাপ্পারাজের আরেকটি ছবি পোস্ট করে এ কথা বলেন ওমর সানি।

ওমর সানি লিখেছেন, ‘বাপ্পারাজ, আমার সাকসেস হওয়ার পেছনে যে কয়জন মানুষের অবদান আছে তার মধ্যে বেশ অন্যতম এই ভদ্র লোক।ভীষণ দুষ্টু,ভীষণ মার্জিত অসাধারণ শিল্পী এবং আমার আর মৌসুমীর জীবনে ভালো একজন বন্ধু। ’

তিনি লিখেছেন,আমি যখন তার সামনে যাই তখন আমার বয়স মনে হয় ২২ বছর।ঠিক না বাপ্পা ভাই।শুভ জন্মদিন, শুভ জন্মদিন হারানো প্রেম খুঁজি প্রেম গীতের মাধ্যমে। ’

বাংলাদেশের চলচ্চিত্রের বহু দর্শক সমাদৃত সিনেমার নায়ক বাপ্পারাজ এবং ওমর সানি। এক সময়ের দাপুটে এ দুই অভিনেতাকে এখন আগের তুলনায় বেশ কমই দেখা যায় পর্দায়।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares