অর্থনীতি

আমদানি বাড়ায় দেশের বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ১১:৪৫:২২ প্রিন্ট সংস্করণ

আমদানি বাড়ায় দেশের বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক।।চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম পাঁচ মাসে বাংলাদেশের পণ্য বাণিজ্যে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ কোটি ৭০ লাখ ডলার,যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫.৬৩ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জুলাই–নভেম্বর সময়ে রফতানি আয় ছিল ১৮ দশমিক ১৮ বিলিয়ন ডলার,সামান্য বৃদ্ধি পেলেও আমদানি বেড়ে হয়েছে ২৭ দশমিক ৫৯ বিলিয়ন ডলার,যার কারণে ঘাটতি বাড়তে বাধ্য হয়েছে।

কারেন্ট অ্যাকাউন্টও ঋণাত্মক অবস্থায় রয়েছে।নভেম্বর শেষে চলতি হিসাবের ঘাটতি ৭০ কোটি ডলার,আগের বছরের ৫৭ কোটি ডলারের তুলনায় বেশি।তবে সামগ্রিক লেনদেনের পরিমাণ ৭৭ কোটি ডলারে পজিটিভ,যা দেশের বৈদেশিক অবস্থার কিছুটা স্থিতিশীলতার দিক নির্দেশ করছে।

প্রবাসী রেমিট্যান্স বেড়ে ১৩০৪ কোটি ডলার এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) ৬৫ কোটি ডলার হয়েছে। তবে দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ নেতিবাচক অবস্থায় নেমেছে।

বিশ্লেষকরা বলছেন,রফতানির তুলনায় আমদানি বেশি হওয়ায় এবং বিশ্ববাজারে জ্বালানি ও অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ পণ্য বাণিজ্যে ঘাটতিতে পড়েছে।

আরও খবর

Sponsered content