প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৫ , ৪:৩৮:৫৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আবারও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নতুন মহাপরিচালক (গ্রেড-১) নিয়োগ পেয়েছেন সালেহ আহমদ মোজাফফর।তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সালেহ আহমেদ ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর বিএমইটির মহাপরিচালক নিয়োগ পান।গত ১৮ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হয়। এরপর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান তিনি।
এখন তাকে ‘সরকারি চাকরি আইন,২০১৮’ ৪৯ ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা,ব্যবসা কিংবা সরকারি,আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

















