জাতীয়

আপাতত পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত থাকবে- পরিকল্পনা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৩৭:১৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) একটি সূত্র জানিয়েছে,আপাতত পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত থাকবে।নতুন করে আর কোনো মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হবে না।অনুমোদনের ক্ষেত্রে কেবল বিদেশি অর্থায়ননির্ভর প্রকল্পগুলো অগ্রাধিকার দেওয়া হবে।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রটি নিশ্চিত করেছে।

সূত্রটি বলছে,এখন কেবল ছোট ছোট জনবান্ধব প্রকল্প হাতে নেওয়া হবে।এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানায় সূত্রটি।

এদিকে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান,আপাতত পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত থাকবে।এই মুহূর্তে এ পরিকল্পনার দরকার নেই।নতুন করে রাজনৈতিক সরকার আসলে,তারা নতুন করে পরিকল্পনা করবে।

আরও খবর

Sponsered content