আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৫ , ৪:২৭:১২ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমার প্রত্যাশার পাশাপাশি সরকারে শাটডাউনের মধ্যে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির আশঙ্কায় স্বর্ণে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।ফলে আন্তর্জাতিক বাজারে আবারও বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম।

সিএনবিসির প্রতিবেদন মতে,শুক্রবার (৭ নভেম্বর) সকালে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বেড়ে আউন্স প্রতি ৪,০১০ ডলারে দাঁড়ায়।বিশ্লেষকরা বলছেন,স্বর্ণের ঊর্ধ্বমুখী ধারা এখনও অব্যাহত আছে।স্বর্ণের দামের পেছনের মূল কারণ হলো—বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় ও সুদের হার কমার সম্ভাবনা।

অন্যদিকে শুক্রবার স্পট সিলভারের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮.৫৮ ডলারে পৌঁছেছে। প্লাটিনাম ০.৪ শতাংশ বেড়ে ১,৫৪৭.৪৫ ডলার এবং প্যালাডিয়াম ০.৭ শতাংশ বেড়ে ১,৩৮৪.১৮ ডলারে উঠেছে। তবে সপ্তাহের হিসাবে এই তিনটি ধাতুর দামই নিম্নমুখী ধারায় রয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে,যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসে সরকারি ও খুচরা খাতে চাকরি হারিয়েছেন অনেকে।পাশাপাশি ব্যয়সংকোচন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির কারণে ছাঁটাইয়ের সংখ্যা বেড়েছে। দুর্বল চাকরির বাজার সাধারণত ফেডকে সুদের হার কমানোর দিকে উৎসাহিত করে।

বাজার পর্যবেক্ষকদের হিসেবে,ডিসেম্বরেই ফেড রিজার্ভের আরও একটি সুদের হার কমানোর সম্ভাবনা এখন ৬৭ শতাংশ,যা আগে ছিল প্রায় ৬০ শতাংশ।গত সপ্তাহে ফেড সুদের হার কমিয়েছে এবং চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন—এটাই সম্ভবত এ বছরের শেষ হার হ্রাস।

এএনজেড ব্যাংকের পণ্য বিশ্লেষক সোনি কুমারি বলেন,এখন বাজারের নজর মূলত ম্যাক্রোইকোনমিক সূচক এবং যুক্তরাষ্ট্রের সরকার কখন শাটডাউন কাটিয়ে উঠবে সেদিকে। এই অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বাড়াচ্ছে।

দীর্ঘস্থায়ী কংগ্রেসীয় অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকার অচলাবস্থা চলছে,যা বিনিয়োগকারীদের পাশাপাশি তথ্যনির্ভর ফেডকেও বেসরকারি খাতের সূচকের ওপর নির্ভর করতে বাধ্য করছে।

আরও খবর

Sponsered content