অপরাধ-আইন-আদালত

আদালত সংক্রান্ত আর্থিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ – অতিরিক্ত চীফ ম্যাজিস্ট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের জরুরি নির্দেশ

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ২:২৯:৩৭ প্রিন্ট সংস্করণ

আদালত সংক্রান্ত আর্থিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ – অতিরিক্ত চীফ ম্যাজিস্ট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের জরুরি নির্দেশ

বরিশাল প্রতিনিধি।।আদালতে যে কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

অত্র আদালয় থেকে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের হাজিরা,সাক্ষীর হাজিরা,পিটিশন দাখিল এবং জামিন বা রায় সংক্রান্ত যে কোনো কার্যক্রমে শুধুমাত্র আইনজীবীর ফি এবং কোর্ট ফি বৈধ।এর বাইরে কারো সঙ্গে কোনো আর্থিক লেনদেন সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে,কেউ যদি আদালত,আদালতের স্টাফ বা বিচারকের নামে অর্থ দাবি করে বা অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করে, সেই বিষয়ে সরাসরি আদালতের ই-মেইল (acmmcourt.barishal@gmail.com),অফিসিয়াল ফেইসবুক পেজ (অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বরিশাল) অথবা এজলাস চলাকালে বিচারকের নজরে আনতে পারবেন।

আদালত জানিয়েছে,এরূপ অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে,“আদালত সংক্রান্ত কোনও কাজের জন্য কেউই অবৈধ আর্থিক লেনদেন করবেন না।এটি সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ।

আরও খবর

Sponsered content