প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ১২:২৩:২৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আজ থেকে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,জননিরাপত্তা নিশ্চিত ও সহিংসতা প্রতিরোধে এই অভিযান পরিচালিত হবে।

📌 অভিযান পরিচালিত হবে মূলত ৩ ধরনের ব্যক্তির বিরুদ্ধে—
1️⃣ সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি
— যারা হত্যাকাণ্ড,নাশকতা,বিস্ফোরণ,অস্ত্র ও মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট।
2️⃣ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো চিহ্নিত অপরাধী
— চাঁদাবাজি,দখলবাজি,টেন্ডারবাজি ও সংঘবদ্ধ সহিংসতায় জড়িতরা।
3️⃣ রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি
— যারা গুজব ছড়ানো,সহিংসতা উসকে দেওয়া বা সরকারি কাজে বাধা প্রদান করছে।
🛡️ প্রশাসনের বক্তব্য
প্রশাসন জানিয়েছে,অভিযান চলাকালে আইনের শাসন ও মানবাধিকার মেনে চলা হবে এবং নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
জনগণকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

















