অপরাধ-আইন-আদালত

আজিম হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের প্রশ্নের যথাযথ জবাব দিতে পারলে মিন্টুকে ছেড়ে দেওয়া হবে-ডিবি

  প্রতিনিধি ১২ জুন ২০২৪ , ৩:২৯:৫৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, এমপি আজিম হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।প্রশ্নের যথাযথ জবাব দিতে পারলে তাকে ছেড়ে দেওয়া হবে।

বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান অতিরিক্ত কমিশনার হারুন।

তিনি বলেন,মূল ঘাতক শিমুল ভূঁইয়াসহ তিনজনের দেওয়া জবানবন্দিতে নাম এসেছে ‘গ্যাস বাবুর’।গ্যাস বাবুকের গ্রেফতারের পর তার দেওয়া তথ্যে নাম আসে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর।

হারুন বলেন,তথ্য-উপাত্ত বিচার বিশ্লেষণের জন্যই তাকে ডাকা হয়েছে।তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারলে মিন্টুকে ছেড়ে দেওয়া হবে।আর না পারলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সদস্য আনার হত্যাকাণ্ড নিয়ে আরও অনেকের তথ্য প্রমাণ রয়েছে।যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিবির এই কর্মকর্তা।

মামলা তদন্তের বিষয়ে তিনি বলেন,গোয়েন্দা পুলিশ সবসময় স্বাধীনভাবে মামলা তদন্ত করে।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো চাপ থাকে না।’

গোয়েন্দা সূত্রের দাবি,আনার হত্যাকাণ্ডের প্রধান হোতা আখতারুজ্জামান শাহিনের সঙ্গে মিন্টুর যোগাযোগ ছিল।

আরও খবর

বিআইডব্লিউটিসির নতুন যে জলযান কেনা ও জনবল নিয়োগ হবে—এসবের ব্যবহার হবে কোথায়?

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের কোনো আপত্তি নাই-অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

কোম্পানীগঞ্জে থানায় বাদী-বিবাদীকে আটকিয়ে ঘুষ বাণিজ্য ২ এসআই স্ট্যান্ড রিলিজ

সন্ত্রাসী বাহিনী-শ্রীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর:-প্রধানমন্ত্রী সহ ১০ মন্ত্রীর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীকে হয়রানি-অগ্নিসংযোগ, লুটপাট মারধর ও মিথ্যা মামলা!

ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা-লাশ নিয়ে থানায় মামলা নেওয়ার দাবিতে বিক্ষোভ

ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা-লাশ নিয়ে থানায় মামলা নেওয়ার দাবিতে বিক্ষোভ

একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ অভিযোগ-তদন্ত কমিটি গঠন-আইএসপিআর

Sponsered content