আন্তর্জাতিক

আচরণের জন্য সমালোচনার মুখে জাস্টিন ট্রুডো

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৩ , ৪:৩৩:২১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হাউস অব কমন্সে তার আচরণের জন্য সমালোচনার মুখে পড়েছেন।অনলাইনে ছড়িয়ে পড়া এসব ভিডিওতে দেখা গেছে তিনি জিহ্বা বের করে নবনিযুক্ত স্পিকার গ্রেগ ফার্গাসের দিকে চোখ বুলাচ্ছেন।

এক্সে শেয়ার করা ভিডিওতে শোনা গেছে ট্রুডো তার ভাষণের আগে স্পিকার ফার্গাসকে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন।

সামাজিক মাধ্যমে ভিডিওটিতে ব্যাপক প্রতিক্রিয়া এসেছে। একজন ব্যবহারকারী কমেন্টে বলেছেন,আমি জানতে চাই জাস্টিন ট্রুডো,কানাডার লিবারেল পার্টি,আমাদের তথাকথিত প্রধানমন্ত্রীর কাছ থেকে সংসদে এই আচরণ কীভাবে গ্রহণযোগ্য?’

কেউ কেউ আবার রসিকতা করে লিখেছেন,জাস্টিন ট্রডোর চোখের পলক এবং জিহ্বার অঙ্গভঙ্গি কি মূলবান নয়!

এক ব্যক্তি প্রধানমন্ত্রী ট্রুডোর একটি স্ক্রিনশট শেয়ার করে বলেছেন,দেখুন সেই ভয়ঙ্কর টিকটিকি জিভ বেরিয়ে আসছে।’

আরও খবর

Sponsered content