জাতীয়

আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা,লুট ও অগ্নিসংযোগের অভিযোগে অস্ত্র সহ আটক ২

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২৫ , ৬:৪০:২৯ প্রিন্ট সংস্করণ

0Shares

ভেড়ামারা(কুষ্টিয়া)প্রতিনিধি।।কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি এলাকায় অভিযান চালিয়ে দুই বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী।স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা,লুট ও অগ্নিসংযোগের অভিযোগে তাদের আটক করা হয়।

সোমবার (২৪ মার্চ) সকালে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে একটি করে দেশি পিস্তল,দেশি শুটার গান ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন রোকনুজ্জামান রোকন এবং কাঁকন হোসেন। সম্পর্কে তারা আপন ভাই এবং দুজনই উপজেলা বিএনপির সদস্য।

পুলিশ জানায়,গত শনিবার রাতে উপজেলা বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামীম আহমেদ এর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।এরই প্রেক্ষিতে স্থানীয় থানায় অভিযোগ করা হয়।এই ঘটনায় সোমবার সকালে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে যৌথ বাহিনী। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।তবে আটকের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল ও একটি দেশি শুটার গান ও ১১ রাউন্ড তাজা গুলিসহ রোকন ও কাঁকন হোসেনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।আটকের পর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares