প্রতিনিধি ২৬ জুন ২০২৫ , ৪:৪৪:৪৮ প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি।।কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন,আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে,কিন্তু মওলানা ভাসানীর আওয়ামী লীগ তো নিষিদ্ধ না,বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিষিদ্ধ না।আর আওয়ামী লীগ আইনের দ্বারা নিষিদ্ধ হতে পারে,মানুষের অন্তরের দ্বারা না।’

আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে সব দলের নেতা-কর্মীদের দাওয়াত দেওয়া প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন,‘স্বাধীনতা আমাদের,স্বাধীনতা বাংলাদেশের।স্বাধীনতা আওয়ামী লীগের না,স্বাধীনতা বিএনপিরও না,স্বাধীনতা শুধু অধ্যাপক ইউনূসেরও না, স্বাধীনতা শুধু এনসিপিরও না।এটা দেশের স্বাধীনতা,দেশের মানুষের স্বাধীনতা।’
শেখ হাসিনা সম্পর্কে বঙ্গবীর বলেন,শেখ হাসিনার পতন, ন্যায়ের কাছে অন্যায়ের পতন।শেখ হাসিনার পতনে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ভূমিকা আছে,কিন্তু সর্বোপরি আল্লাহর রহমতে দেশের জনগণের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে।’
তিনি বলেন,আমি যদি ভবিষ্যতে শেখ হাসিনার মতো হই, শেখ হাসিনার চাইতেও বড় পতন আমার হবে। অন্য কেউ যদি করেন,তাঁরও পতন হবে।আল্লাহর তরফ থেকে শেখ হাসিনার পতন হয়েছে।আর এই পতন ঘটাতে যাঁরা নেতৃত্ব দিয়েছেন,তাঁদের সম্মান হাজার বছর থাকার কথা ছিল,কিন্তু তাঁরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে না পেরে,নিজেদের সম্মান খুইয়ে চলেছেন।’
কাদের সিদ্দিকী বলেন,যেই মানুষের সাড়া পেয়ে তাঁরা বিজয় অর্জন করেছেন,তাঁরা যেন সেই মানুষের কথা ভাবেন।গত ১৫-১৬ বছরে শেখ হাসিনার করা অন্যায়, তাঁরা ১৫ মাসে যদি করে বসেন,তাহলে তাঁদের মানুষ স্মরণ করবে না। আমি সে জন্য সবাইকে বলব আর দলাদলি-হানাহানি না করে, প্রত্যেকটি মানুষকে সম্মান দিয়ে নিরাপদে বসবাসের সুযোগ করে দিন।’

















