প্রতিনিধি ১৭ জুলাই ২০২৪ , ৫:১১:০৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীর চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

‘এই রক্তাক্ত বাংলাদেশে সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই’‘এই রক্তাক্ত বাংলাদেশে সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই’।
আজ বুধবার রাতে আনসার ভিডিপির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগরীতে ৪০ জন মহিলা আনসার ব্যাটালিয়ন সদস্যসহ প্রায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

















