জাতীয়

আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান সাময়িকভাবে বরখাস্ত

  প্রতিনিধি ৫ জুলাই ২০২৫ , ৭:১৮:৩৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।অসদাচরণ ও পলায়নের গুরুতর অভিযোগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) এ বিষয়ে আইন ও বিচার বিভাগ একটি অফিস আদেশ জারি করেছে।

জারি করা আদেশে বলা হয়,সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা,২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধিমতে আনিসুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। অভিযোগের প্রকৃতি গুরুতর হওয়ায় ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতে তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়।

এতে আরও বলা হয়,সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা,২০১৮-এর বিধি ১২ অনুযায়ী এই বরখাস্ত কার্যকর হয়েছে। বরখাস্তকালীন আনিসুর রহমান প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

জানা গেছে,গত বছরের ৫ আগস্টের পর থেকে অভিযুক্ত আনিসুর রহমান কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।যা পলায়নের শামিল হিসেবে বিবেচিত।

আরও খবর

আমদানি-রফতানিতে ই-সার্টিফিকেশন চালু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন অধ্যায়ের সূচনা-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

কতদিনে নির্বাচন হতে পারে- এটা এখনো কেউ বলেননি-ড. মুহাম্মদ ইউনূস

নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নে সরকার আন্তরিক-প্রধানমন্ত্রী, শেখ হাসিনা

এবার ভোটের দিন সকালে ভোটগ্রহণ শুরুর আগে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের বিশেষ বরাদ্দ বন্ধ থাকবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী,মো. মহিববুর রহমান

ইউনূসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ‘ভুল–বোঝাবুঝির’ অবসান করতে চান-টিউলিপ সিদ্দিক

Sponsered content