প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ৯:০৮:৩৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সম্প্রতি সাফায়ার ট্রাস্ট ব্যাংক আইএমএফ কোড প্রসেসিং ফি হিসেবে বড় অঙ্কের অর্থ দাবি করায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।অভিযোগকারীর দাবি,ব্যাংক কর্মকর্তা ৭৫৬৩ ডলার সমপরিমাণ অর্থ প্রসেসিং ফি হিসেবে দাবি করেছেন,যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্তৃপক্ষ পুরোপুরি অযৌক্তিক ও বেআইনি হিসেবে উল্লেখ করেছেন।

আইএমএফের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তিগত অর্থ লেনদেনে “প্রসেসিং ফি” নেই।বিশেষজ্ঞরা জানাচ্ছেন,ব্যাংক কর্তৃপক্ষের এমন দাবিকে অর্থ কেলেঙ্কারি ও প্রতারণা হিসেবে গণ্য করা যায়।অভিযোগকারী আরও জানান,তার জমাকৃত অর্থের পাঁচ মাসের সুদ $19125,যা ব্যাংককে কেটে নেওয়ার কোন অধিকার নেই।
অভিযোগকারীর পক্ষ থেকে বলা হয়েছে,আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যাংকিং আইনের আলোকে,বাংলাদেশের যেকোনো ব্যাংক শাখায় বা অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা প্রেরণে সার্ভিস চার্জ মাত্র $25। এর বেশি রাখা আইনত দণ্ডনীয় অপরাধ।
এই প্রসঙ্গে,অভিযোগকারী যুক্তরাজ্যের প্রেসিডেন্ট,জাতিসংঘের মহাসচিব,আইএমএফ’র পরিচালকসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আবেদন জানিয়েছেন। তিনি দাবি করেছেন,সাফায়ার ট্রাস্ট ব্যাংক শুরু থেকেই প্রতারকভাবে অর্থ দাবি করে আসছে,যা আইনি ব্যবস্থা গ্রহণের যোগ্য।












