প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ৫:৪৬:১৪ প্রিন্ট সংস্করণ
বরগুনা জেলা প্রতিনিধি।।অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেয়ার উদ্যোগ নিয়েছে বরগুনা জেলা সমিতি। সংগঠনটির পক্ষ থেকে বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে দরিদ্র ও মেধাবী সন্তান অথবা পোষ্য সন্তানদের যারা ২০২৪ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ৫ পেয়ে উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে।মোট ৫০টি বৃত্তি দেয়া হবে।প্রতিটি বৃত্তি এককালীন ১০ হাজার টাকা।

আবেদন পত্রের সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র কর্তৃক স্থায়ী নাগরিকত্ব সনদ ও অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের সুপারিশ,অনলাইন জন্ম নিবন্ধন, এসএসসি ও এইচএসসি /সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট,প্রশংসাপত্র এবং উচ্চ শিক্ষায় অধ্যয়নের প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি,এককপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আগামী ১০ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে নিম্ন ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হলো:
(১) বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু,৮০/১ আর কে মিশন রোড,গোপীবাগ,বিন্দু গলি,ঢাকা-১২০৩,মোবাইল ০১৭১০৯২৯৯৫৭ (হোয়াটসঅ্যাপ)
(২) লায়ন মো. ফারুক রহমান হাউজ: ৪৪/৪,৪৩/১৪, রোড নং: ৬,শেখেরটেক,শ্যামলী হাউজিং,আদাবর, মোহাম্মদপুর,ঢাকা-১২০৭,মোবাইল :০১৭১৩০০৭২৪৭ (হোয়াটসঅ্যাপ)
(৩) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান,৯৯ মতিঝিল (করিম চেম্বার),৭ম তলা,কক্ষ নং ০৯, ঢাকা: ১০০০।

















