আন্তর্জাতিক

অর্থনৈতিক পুনরুদ্ধার যতটা আশা করেছিলাম,ততটা হয়নি-গুও গুয়াঙচ্যাং

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৪ , ১:৫৫:৫৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ঋণ নিয়ন্ত্রণে প্রতিশ্রুতিবদ্ধ চীনের কয়েকজন সবচেয়ে প্রখ্যাত টাইকুন মনে করছেন,দেশে দ্রুত প্রবৃদ্ধির দিন শেষ হয়ে গেছে।তারা বিদেশের বাজারের দিকে নজর নিবদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

চীনের বৃহত্তম শিল্প গ্রুপের অন্যতম ফোসান গ্রুপের প্রতিষ্ঠাতা গুও গুয়াঙচ্যাং বলেন, ‘গত বছরের অর্থনৈতিক পুনরুদ্ধার যতটা আশা করেছিলাম,ততটা হয়নি।বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখনো প্রবল চাপে রয়েছে।

ফোর্বেসের হিসাব অনুযায়ী, চীনের উদ্যোক্তা মহলে অত্যন্ত সম্মানিত হিসেবে পরিচিত গুয়াংচ্যাংয়ের নিট সম্পত্তি কমে গেছে।পাঁচ বছর আগে তার সম্পদের পরিমাণ যেখানে ছিল ৮.১ বিলিয়ন ডলার,সেখানে ২০২৩ সালে তা দাঁড়িয়েছে ৪ বিলিয়ন ডলারে।

তিনি সপ্তাহান্ত ঝেজিয়াং চেম্বার অব কমার্সের সম্মেলনে বলেন,অবশ্য সবচেয়ে খারাপ অবস্থা পেছনে ফেলে এসেছি।যারা টিকে থাকতে পারবে,তারাই আরো সুযোগ লুফে নিতে পারবে।

তিনি বলেন,উচ্চ ঋণের কারণে চীনের অনেক বেসরকারি প্রতিষ্ঠানের দুর্ভোগে থাকার কথা বলেন।

ফোসান হলো চীনের অন্যতম বৈশ্বিক প্রতিষ্ঠান।তবে ২০২২ সাল থেকে তারা স্টিল নির্মাণ,মদ উৎপাদনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিক্রি করে দিয়েছে।

তিনি আরো বেশি চীনা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক বাজারে তাদের অবস্থান সম্প্রসারণ করার আহ্বান জানান।

তিনি বলেন,আপনি যদি একবার তীব্র প্রতিযোগিতাপূর্ণ দেশীয় বাজারে টিকে থাকতে পারেন,তবে আপনি সম্ভবত যেকোনো জায়গা পারবেন।

আরও খবর

Sponsered content