প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৪ , ৪:১১:৫১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট।একইসাথে তার জামিন বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ৬ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো: রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
শমী কায়সারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম,ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন।
গতকাল বুধবার শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়।এর আগে মঙ্গলবার হাইকোর্ট অভিনেত্রী শমী কায়সারকে জামিন দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করা হয়। ওই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের হয়। সে মামলায় শমী কায়সারকে গ্রেফতার করা হয়।