প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২২ , ৩:০০:৩২ প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক রিপোর্ট।।ঢাকাই সিনেমার মুভিলর্ডখ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল চিকিৎসা নিতে ভারতে যাচ্ছেন। চোখের অপারেশন করতে তিনি ভারতে যাবেন। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

জয় বলেন, চোখের চিকিৎসার জন্য চলতি সপ্তাহে ভারতে যাচ্ছেন ডিপজল চাচ্চু। তার চোখে সামান্য সমস্যা দেখা দিয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে যাবেন।
জানা গেছে, ৩ ডিসেম্বর থেকে নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছিলেন ডিপজল। কিন্তু তার আগে চোখের অসুস্থতা নিয়ে তিনি শুটিং বাতিল করে ভারতে যাচ্ছেন। ভারত থেকে ফিরেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন।
এদিকে ডিপজল অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। চলতি বছর সিনেমাগুলো সেন্সর বোর্ডে জমা দিয়েছেন তিনি।














