বিনোদন

অবশেষে ভারতে যাওয়ার অনুমতি পেলো অভিনেত্রী নিদ্রা দে নেহা

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৫ , ৪:৩৩:২২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:।।শোবিজে নানা বিতর্কের মধ্যে তরুণ অভিনেত্রী নিদ্রা দে নেহা সম্প্রতি এক ফেসবুক লাইভে কান্না জড়িত কণ্ঠে নিজের দুঃখ প্রকাশ করেছেন।তিনি জানান, তার বাবা শারীরিকভাবে খুবই অসুস্থ এবং চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিতে হবে।তবে বিমানবন্দরে কিছু কাগজপত্রের সমস্যার কারণে তারা আটকে পড়েন।

নেহা লাইভে বলেন, তার বাবা একজন সরকারি কর্মকর্তা এবং তার এনওসি (নো অবজেকশন লেটার) ছিল।তবে সেই এনওসির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিমানবন্দরের কর্তৃপক্ষ তাদের যেতে দেয়নি।নেহা বলেন, ‘আমরা এর আগে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলাম,তখন এনওসি নেওয়া হয়েছিল। কিন্তু এবার একই এনওসি নিয়ে সমস্যা হলো।বিমানবন্দরের কর্তৃপক্ষ নানা নিয়মের কথা বলেছে অথচ আমার বাবার চিকিৎসার জন্য ট্রিটমেন্ট অ্যাপয়েন্টমেন্টও নির্ধারিত ছিল।’

এই পরিস্থিতি নিয়ে নেহা বেশ উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, তার বাবার চিকিৎসা এখন শেষ পর্যায়ে,তাই দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সব জটিলতা কাটিয়ে আজ,রবিবার,নেহা তার বাবাকে নিয়ে ভারতে রওনা হবেন বলে জানিয়ে জানান, ‘এনওসির সমস্যার কারণে বাবাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি তবে এখন পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এবং আমরা অবশেষে রওনা হচ্ছি।’

এর আগে শাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমায় একদিন শুটিং করার পর সেটি থেকে বাদ পড়েছিলেন নেহা।তিনি সেটি অপেশাদার আচরণ হিসেবে উল্লেখ করেছেন।

২০২০ সালে মিস ইউনিভার্স বাংলাদেশ দিয়ে শোবিজে নাম লেখানো নেহা বিজ্ঞাপন,নাটক,ওটিটিতে কাজ করার পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন।তার অভিনীত শরতের জবা সিনেমাটি গত বছর মুক্তি পায়।

আরও খবর

Sponsered content