সারাদেশ

অটোরিকশাচালকরা অবরোধ তুলে নিলে প্রায় চার ঘণ্টা পর আবার ট্রেন চলাচল শুরু

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৪ , ৬:২২:৩৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে জুরাইন রেলগেট অবরোধ করে বিক্ষোভ করেছিলেন চালকরা।বিক্ষোভে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ ছিল।

পরে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা অবরোধ তুলে নিলে প্রায় চার ঘণ্টা পর আবার ট্রেন চলাচল শুরু হয়।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টার পর ঢাকা থেকে নকশিকাঁথা এক্সপ্রেস স্টেশন ছেড়ে গেছে বলে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন,লাইন ক্লিয়ার থাকায় বিকেল ৩টার পর ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।এ রুটের আরও তিনটি ট্রেন এখনও স্টেশনে আছে।

শিগগির এগুলো স্টেশন ছেড়ে যাবে।
এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) মহাখালী রেলগেট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের অবরোধে ছয় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন ও সব ধরনের যান চলাচল৷এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এদিন মহাখালীতে বেলা ১১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন।এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।পরে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা রেললাইনের পাথর দিয়ে মহাখালী এসকেএস শপিং মল,রাওয়া ক্লাব ও সিটি ব্যাংকের একটি এটিএম বুথ ভাঙচুর করেন।এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের রিকশাচালকরা সড়ক অবরোধ করার চেষ্টা করেন।তাদের সড়কে দাঁড়াতে দেয়নি সেনাবাহিনী ও পুলিশ। এদিন দুপুর সোয়া ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে একটি মিছিল নিয়ে আসে রিকশাচালকরা।সে সময় লাঠিচার্জ করে মুহূর্তেই ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকে আগারগাঁও,কল্যাণপুর,গাবতলী, টেকনিক্যাল,মহাখালী,মোহাম্মদপুর,মিরপুর,ডেমরা এলাকায় রিকশাচালকরা সড়ক বন্ধ করে দেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত। স্বরাষ্ট্র সচিব,স্থানীয় সরকার সচিব,পুলিশের মহাপরিদর্শক (আইজিপি),ঢাকা মহানগর পুলিশ কমিশনার,ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: ঢাকা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান