সারাদেশ

৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২২ , ১২:৪৩:২২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সাথে নিহত সকল শহীদদের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ড মাঝুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পূবাইল থানা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী এমপি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,মহানগর আওয়ামী লীগের সভাপতি,আলহাজ্ব অ্যাডভোকেট আজমত উল্লা খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংরক্ষিত ৩১৩ আসনের মাননীয় সংসদ সদস্য, বেগম শামসুন্নাহার ভূঁইয়া এমপি, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মোঃ আতাউল্লাহ মন্ডল, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র, আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, মোঃ আফজাল হোসেন সরকার রিপন, মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য, এডভোকেট মোঃ আব্দুল হাদী শামীম।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা – মহানগর আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে গণভোজের আয়োজন করা হয়।

আরও খবর

Sponsered content