প্রতিনিধি ৬ জুলাই ২০২২ , ১২:১২:২৬ প্রিন্ট সংস্করণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ-গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভায় ৭৪ হাজার ৩’শ ৩৬ পরিবারকে বিশেষ সহায়তা (ভিজিএফ) দেয়া হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ১৫টি ইউনিয়নের জন্য ৭১ হাজার ২’শ ৫৬ ও সুন্দরগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮০ পরিবারসহ মোট ৭৪ হাজার ৩’শ ৩৬ পরিবার প্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
বৃহস্পতিবার থেকে বিতরণ শুরু করে ঈদ-উল-আযহার আগে তালিকাভূক্ত সুবিধাভোগীদের মাঝে এসব চাল বিতরণ সম্পন্ন করা হবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান।