রাজনীতি

সিংড়ায় যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ৪ জুলাই ২০২২ , ২:২৮:৩৮ প্রিন্ট সংস্করণ

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ-নাটোরের সিংড়া উপজেলা ও পৌর যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জুলাই) দুপুর ১টায় গোল-ই আফরোজ সরকারী কলেজ মাঠে ২য় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে খাদিজা খাতুন, সাধারণ সম্পাদক পদে জ্যোতি সরকার, পৌর সভাপতি হিসেবে সাবানা খাতুন ও সাধারণ সম্পাদক পদে সাজনিন সাথীর নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এডভোকেট মানসী ভট্টাচার্য এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অপু উকিল, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, জেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আফরোজ শিল্পী, সাধারণ সম্পাদক মেরিনা জাহান মীম, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ।

আরও খবর

Sponsered content