অপরাধ-আইন-আদালত

সংবাদ প্রকাশের জের; সোনাগাজীতে সাংবাদিক বাহার’কে হুমকি, থানায় অভিযোগ

  প্রতিনিধি ১২ মে ২০২২ , ২:১৩:৩৬ প্রিন্ট সংস্করণ

সোনাগাজী প্রতিনিধি :-সোনাগাজীতে সংবাদ প্রকাশের জেরধরে দৈনিক আমাদের নতুন সময় ও সাপ্তাহিক ফেনী বার্তার সোনাগাজী প্রতিনিধি সাংবাদিক বাহার উল্যাহ বাহার’কে সোনাগাজী পৌরসভার ৪নং ওয়ার্ড (ছাড়াইতকান্দি গ্রামের) মৃত আবদুর রব’র পুত্র মহিউদ্দিন মহিম নামে এক আওয়ামীলীগ কর্মী প্রাণনাশের হুমকি প্রদান ও বিশ্রী ভাষায় গালমন্দ করে, মহিম ঐ সাংবাদিককে শারীরিক ভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে, এসময় সোনাগাজী পৌর আওয়ামীলীগ সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারি মহিমকে নির্বৃত্ত করার চেষ্টা করেন।

গত ১১ মে বুধবার রাত ৯টায় সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্ট এলাকার হাবিব সওদাগরের দোকানের সামনে এঘটনা ঘটে।

এই ঘটনায় সাংবাদিক বাহার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সাংবাদিক বাহার হুমকিদাতা জনৈক মহিউদ্দিন মহিম নামক ব্যক্তির উপযুক্ত বিচার দাবি করেন।

আরও খবর

Sponsered content