প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২২ , ৯:১৬:৫৪ প্রিন্ট সংস্করণ
চাটখিল উপজেলা প্রতিনিধি।।এবার গরীব অসহায় ছাত্রছাত্রীদের পাশে চাটখিল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন সাহেবের কন্যা লন্ডন প্রবাসী রত্না।
নোয়াখালী চাটখিল উপজেলার মেয়ে লন্ডন প্রবাসী নুর জাহান আক্তার রত্না, সুদুর প্রবাসে বসে ভাবছেন, চাটখিলের গরীব অসহায় ছাত্রছাত্রীদের কথা। গরীব অসহায় অনেক ছাত্রছাত্রী বছরের ৮মাস অতিবাহিত হলেও এখনও গাইডবুক,লেখাপড়ার সহায়ক খাতা,কলমসহ নানা সমস্যায় ভুগছেন।
লন্ডন প্রবাসী চাটখিলের মেয়ে নুর জাহান আক্তার রত্না এবার ওইসব গরীব অসহায় ছাত্রছাত্রীদের সহায়তায় এগিয়ে এসেছেন। খুব দ্রুত সময়ের মধ্যে এ সহায়তা প্রদান করা হবে।
রত্না সকলের কাছে দোয়া কামনা করছেন, যাতে তিনি তার সেবামূলক কাজগুলো অব্যাহত রাখতে পারেন।