অপরাধ-আইন-আদালত

মেহেন্দিগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষিত-ধর্ষকের সহিত বাল্য বিবাহ!

  প্রতিনিধি ১০ মে ২০২২ , ২:২৫:৪৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-বরিশালের মেহেন্দিগঞ্জ থানার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছদ্মনাম দোলা (১২) কে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লার বাড়ির পশ্চিম দিকে আনিস জোমাদ্দারের মুদির দোকানের সংলগ্ন মজিদ মিয়ার ছেলে মামুনুর রশীদ (১৭) ভিকটিম রোববার (৮ মে ২০২২) সকালে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে তুলে নিয়ে ধর্ষণ করে। তবে স্হানীয়দের অভিযোগ ধর্ষকের সাথে ধর্ষিতার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।

ভিকটিমের পিতা মোঃ দুলাল হোসেন হোসেন ওরফে সাদা দুলাল মিয়া সাংবাদিকদের বলেন, আমি একজন সাধারণ গরীব মানুষ। বাজারে কুলির কাজ করে সংসার চালাতে হয়। গ্রামের মেম্বার-চেয়ারম্যানের সিদ্ধান্ত মেনে নিয়ে মেয়ের বিয়ে ব্যবস্হা করছি।

এব্যাপারে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা সাংবাদিকদের জানান, আমি ঘটনার বিষয়ে কিছুই জানি না।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content